বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাতে হাতিরঝিল থানা পুলিশ মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ জানান, রুহুল আমিন গাজীর বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা ছিল। মামলা নম্বর-১৪৪। ওই মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। মূলত পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হবে বলেও জানান ওসি।
রুহুল আমিন গাজী দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।
https://slotbet.online/