বর্ণালী শ্রমজীবী সমবায় সমিতি লিঃ
সমিতির রেজিঃ-৩৬৩, তারিখ -০৫/১০/২০১৭ খ্রিঃ।
সমিতির কার্যালয়ঃ ৬৭১/৪/৫-এ, পোঃ খিলগাঁও, থানা খিলগাঁও, জেলাঃ ঢাকা।
বিশেষ সাধারণ সভার নির্বাচনের নোটিশ
——————-
এতদ্বারা বর্ণালী শ্রমজীবী সমিতির লিঃ এর সম্মানিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩১/০৮/২০২৪ খ্রি: তারিখের অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী
০৪/১১/২৪ ইং রোজ সোমবার সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ০৩.০০ ঘটিকা পযন্ত বিরতিহীনভাবে সমিতির কার্যালয়ে বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ব্যবস্থাপনা কমিটির ১জন সভাপতি, ১জন সহ-সভাপতি, ১জন সম্পাদক, ১জন যুগ্ম- সম্পাদক, ১জন কোষাধ্যক্ষ ও ১জন সদস্যসহ সর্বমোট ৬ (ছয়) টি পদে সমিতির সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
কাজেই উক্ত বিশেষ সাধারণ সভা/নির্বাচনে অংশগ্রহণ করতঃ ভোট প্রদানের জন্য এবং বিশেষ সাধারণ সভা/নির্বাচনী কাজে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করা হলো। সমিতির আদায়কৃত শেয়ার মূলধন পঞ্চাশ হাজার টাকা নিম্নে,
সংযুক্ত –
খসড়া ভোটার তালিকা……. পাতা।
(কুদ্দুস মোল্লা)
সভাপতি
অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি,
বর্ণালী শ্রমজীবী সমবায় সমিতির লিঃ
পত্র নং –
সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরন করা হলো।
১। জেলা সমবায় অফিসার, ঢাকা।
২। মেট্রো থানা সমবায় অফিসার খিলগাঁও, ঢাকা।
https://slotbet.online/