• বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বায়তুল মোকাররম মসজিদে কী ঘটেছিল? দুই খতিব বিবিসিকে যা বললেন মো:সালাউদ্দিন চৌধুরীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় জিডি। কুড়িগ্রাম উলিপুরে মাদ্রাসার প্রিন্সিপাল এর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল বর্ণালী শ্রমজীবী সমবায় সমিতি লিঃ বিশেষ সাধারণ সভার নির্বাচনের নোটিশ সিলেটে মোটরসাইকেল শো-রুম ব্যবসায়ীর উপর হামলা ও ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন  জাতীয় গৃহায়ণের চেয়ারম্যানসহ ১৩ জনের নামে যশোর আদালতে মামলা ” আদালত চত্বরে আওয়ামীপন্থী আইনজীবীর উপর বিএনপিপন্থী আইনজীবীদের হামলা “ দেশে যখন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সমালোচনার ঝড়, ঠিক তখনই বেরিয়ে এল ইউনাইটেড গ্রুপে নিয়োগপ্রাপ্ত ভারতীয় নাগরিক শুভব্রত মৈত্র এর একাধিপত্য ও স্বৈরশাসনের চিত্র। ডাকাতের রাতঙ্কে পটুয়াখালী নিরাপত্তা দিয়েছেন ছাত্র জনতা । এ রং তোমার আমার শহীদ ভাইদের স্মরণ স্মৃতি এ দেশ তোমার আমার স্বাধীন বাংলাদেশ 

সিলেটে মোটরসাইকেল শো-রুম ব্যবসায়ীর উপর হামলা ও ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন 

শেখ ফয়ছল জামিল / ১৩৪ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

শেখ ফয়ছল জামিল ঃসিলেটে মোটরসাইকেল শো-রুম ব্যবসায়ীর উপর হামলা ও ছিনতাইয়ের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মোটর সাইকেল শো-রুম ব্যবসায়ী পরিষদের উদ্যোগে,সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রবিবার সকাল ১০.৩০ঘটিকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাকারিয়া হোসেন রকি’র সন্চালনায় ও মাসুক আহমদ গাজীর সভাপত্বিত্বে, উক্ত মানববন্ধনে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেস মালিক সমিতির সভাপতি-আমিনুল হক বেলাল,উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন এ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব,সিলেট আল-আকসা বাইক গ্যালারীর স্বতাধিকারী আমিনুল হক লিটন,মোটর সাইকেল শো-রুম ব্যবসায়ী পরিষদের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন, আব্দুল করিম,আহমদ আল ফয়ছল,সাকের আহমদ,সাবের খান,জাকির হেসেন,মিন্টু আহমদ। এসয় আরো উপস্থিত ছিলেন, এমরান আহমদ,জুয়েল আহমদ,আহাদ হোসেন,সৈয়দ মুন্না,আব্দুস সামাদ,লোকমান আহমদ,পরিমল দেব শর্মা,আকরাম হোসেন,সোহেল আহমদ,রবি আহমদ,মাসুক আহমদ,শাকিল আহমদ,সারেক আহমদ,লায়েক আহমদ,মাজেদ খান মনি প্রমুখ।

বক্তব্যে অতিথিরা বলেন যে সিলেটের বিশিষ্ট মোটর সাইকেল শো-রুম ব্যবসায়ী ও সকলের পরিচিত মুখ মোঃলোকমান আহমদের উপর এই অতর্কিত হামলা ও ছিনতাইয়ের প্রতিবাদ জানাই,এই ঘটনার আজ প্রায় সাত/আট দিন অতিবাহিত হয়েছে এখনো কোন আসামী গ্রেপ্তার বা লুন্ঠিত টাকা বা মালামাল উদ্ধার হয়নি।আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে খুব শ্রীঘ্রই অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন।

জানা যায়, গত ২৯শে আগষ্ট ২০২৪ইং সিলেট বাইক ওয়ার্ল্ডের স্বতাধিকারী,মোঃ লোকমান আহমদ ব্ঙ্গবীর রোড সিলেট এর তার স্বীয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় যাওয়ার পথে সোবহানী ঘাটে আসার পর মোটর সাইকেলে কিছু লোক এসে উনার পথ রোধ করে ও উনার উপর হামলা চালায়, উনার সাথে থাকা উনার ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা ও উনার শো রুমের সব গুলো মোটর সাইকেলের কাগজ সহ আরো কিছু জিনিস পত্র নিয়ে পালিয়ে যায়। এবং উনাকে মারধর করে।সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত লোকমান আহমদ কে লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।এব্যাপারে সিলেট কতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/