রং শুধু শিল্পীর ছোঁয়ায় অমৃত হয়ে থাকে না থাকে কিছু ছাত্র-ছাত্রীর বিভিন্ন কর্মজীবীদের রক্তের বিনিময়ে অর্জনের স্মৃতিফলক হিসেবে যাহা হাজার বছর ধরে চলে আসছে ধরে রেখেছে কবি তার কবিতার মাধ্যমে গায়ক বলেছে গানের মাধ্যমে সকল স্মৃতি ও ইতিহাস গড়েছেন ছাত্রসমাজ ছাত্র থেকেই কেউ হয়তো হয়েছেন গায়ক হয়েছেন কবি হয়েছেন শিল্পী হয়েছেন বিভিন্ন কর্মস্থলের কর্মী তাই রং দিয়ে স্মরণ রাখায় আমাদের স্বাধীন বাংলাদেশের স্মরণসভা বৈচিত্র্যময় রং আর রূপের পসরা সাজিয়ে দাঁড়িয়ে থাকা স্বাধীন বাংলাদেশের বেশ কিছু নগরী পরিচিতি পেয়েছে রঙের শহর হিসেবে! রঙিন কারুকার্য অট্টালিকা আর আলপনা এসব শহরকে করেছে বৈচিত্র্যময়। আকাশের নীলের সঙ্গে মিতালি করতে চায় কোনো শহরের অট্টালিকা গুলো। নগরের দেয়ালে লেগে আছে ছাত্র সমাজের রঙের ছোঁয়া। বিশ্বের তেমনই কিছু রঙিন দেশের মতোই স্বাধীন বাংলাদেশ স্বাধীন ছাত্রসমাজ ধরে রেখেছে রংয়ের ছোঁয়া সকলেই একসাথে বাঁচতে চাই ধরতে চাই রক্ষা করতে চাই স্বাধীন বাংলাদেশ।
আমাদের সংস্কৃতিতে, লাল সাধারণত সহিংসতার প্রতিনিধিত্ব করে এবং সাদা শান্তির প্রতিনিধিত্ব করে । যাইহোক, লাল রঙ এখন মাঝে মাঝে ত্যাগ এবং বন্ধুত্বের রঙ হিসাবে উল্লেখ করা হয়। আমি যতদূর অবগত, সবুজ আমাদের দেশের প্রকৃতি এবং সমৃদ্ধির রঙ, যেখানে হলুদ হল সূর্যের আলো এবং আনন্দের রঙ।
https://slotbet.online/