রাজধানীর সদরঘাটে একটি লঞ্চে আগুন লেগেছে। আজ বেলা ১১টার দিকে এ আগুন লাগে। লঞ্চটি দাঁড়ানো অবস্থায় ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সেখানে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন। তাঁর সঙ্গে বেলা সাড়ে ১১টার দিকে কথা বলার সময় আগুন জ্বলছিল।
সদরঘাটের যে লঞ্চে আগুন লেগেছে, এর নাম ময়ূর-৭ বলে জানান আনোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো অবস্থায় ছিল। এতে কোনো যাত্রী ছিল না। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের ১২ ইউনিট সেখানে চলে গেছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর, সদরঘাট, সদরঘাট (নদী) ও সূত্রাপুর থেকে ইউনিটগুলো লঞ্চের আগুন নেভাতে গেছে বলে জানিয়েছেন আনোয়ার হোসেন। তিনি বলেন, এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম খবর
https://slotbet.online/